শার্শায় হামলা ও অগ্নিসংযোগ অভিযোগে আদালতে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে আদালতে মামলা হয়েছে। তিনদিন আগে ৭ জনকে আসামি করে আদালতে এ মামলা করেন মহিষাডাঙ্গা গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে মহিউদ্দীন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তার অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন। ওই মামলার আসামিরা হলেন, বাদীর তিন ভাই আব্দুল কাদের, আব্দুল গফুর ও মানজারুল ইসলাম, শিকড়ি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম ও খালিদ হাসান আরিফ, রামভদ্রপুর গ্রামের মৃত নবিছদ্দীন গাইনের ছেলে আকছেদ আলী ও মেছের গাজির ছেলে দাউদ গাজি।
মামলায় বাদীর অভিযোগ, আসামিরা দীর্ঘদিন ধরে তার (বাদীর) জমি দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই জের ধরে গত ২৪ জুলাই সকাল ১০ টায় আসামিরা লোহার রড ও শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে এসে হামলা চালান। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন ও সোনার গহনা লুট করে নিয়ে যান। বাদীকেও মারধর করা হয। এছাড়া আসামিরা বাদীর রান্নাঘর ও গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেন। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।