উদ্বোধনেই শেষ ঝিনাইদহের কৃষক বাজার!

0

নিরাপদ সবজি সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদফতর সারা দেশে কৃষক বাজার চালু করে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলায় গত ২৮ জুলাই উদ্বোধন করা হয় কৃষক বাজারের। ওই দিন ফিতা কেটে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এ বাজারের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করার কথা জেলা কৃষি বিপণন অধিদফতরের।Jhenidah-farmer-market-Photo03.jpgজানা গেছে, সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক প্রতি সোমবার ও মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাদের জমিতে উৎপাদিত সবজি কৃষক বাজারে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করবেন। কিন্তু উদ্বোধনের পর থেকে একদিনও কৃষক বাজার চালু হয়নি। প্রতি সোমবার ও মঙ্গলবার বাজার হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে বাজারে কৃষকরা আসছেন না বলে অভিযোগ করেছেন অনেকে। নতুন হাটখোলা বাজারের ঠিকাদার মোকাদ্দেস হোসেন বলেন, ওই দিন উদ্বোধনের পর আর একদিনও বাজার চালু হয়নি। বাজারে কোনো কৃষক আসেননি বা বাজার চালুর বিষয়ে কোসো কর্মকাণ্ড চোখে পড়েনি।Jhenidah-farmer-market-Photo03.jpg