৩ মিনিটে ফোনের ব্যাটারি চার্জ হবে ৩৩ শতাংশ

    0

    লোকসমাজ ডেস্ক॥ স্মার্টফোন চার্জ দেয়ার সমাধানে ১২৫ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে সর্বপ্রথম অত্যাধুনিক প্রযুক্তির দ্রুত গতির চার্জিং সুবিধা নিয়ে আসা রিয়েলমি এবার ১২৫ ওয়াটের চার্জিং প্রযুক্তিটি নিয়ে এসেছে।এছাড়া রিয়েলমির ৩০ ওয়াট, ৫০ ওয়াট এবং ৬৫ ওয়াটের ডার্ট চার্জিং প্রযুক্তি রয়েছে।
    এ আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তিতে ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ফাইভজি স্মার্টফোনে ৩৩ ভাগ পর্যন্ত চার্জ হবে মাত্র ৩ মিনিটে। যা দিয়ে বেশ কয়েক ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করা যাবে। ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ১০-১৩ মিনিটের মধ্যে পুরো চার্জে সক্ষম।
    তবে, নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে শতভাগ কার্যকর ও চার্জিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নিয়ন্ত্রণ করে। সেজন্য, রিয়েলমির ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তিতে স্মার্টফোন সম্পূর্ণ চার্জ হবে ২০ মিনিটে। পাশাপাশি স্মার্টফোনে মিলবে দীর্ঘস্থায়ী পারফরমেন্স।