ধর্ষণের পর হত্যার হুমকি মামলা না করতে

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের একটি গ্রামে গৃহবধূকে ধর্ষণসহ মারধর করবার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রভাবশালীরা শালিসের নামে ওই নারীর বাবার বাড়ির কয়েকজনকে গৃহবন্দি করে রেখেছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। মামলা করা হলে ওই নারীর পরিবারের সকলকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের একটি গ্রামে এক সন্তানের জননী(২৫) গত ৫ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে যান। এ সময় কুমড়ি গ্রামের রিপন মোল্যা(৪০) এবং ওয়াহেদুল(৩০) নির্জন স্থানে ধরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর ধর্ষকসহ প্রভাবশালীদের সহযোগিতায় শালিসের নামে ওই এলাকার জাকির(২৫) ও নুরুন্নবী(২৭) ওই নারীকে মারধর করে। প্রভাবশালীরা ওই নারী ও তার বাবাকে এ বিষয়ে কারো কাছে মুখ না খোলাসহ মামলা না করার হুমকি দেয়। ওই নারী ও তার বাবা অভিযোগ করেন, মামলা করলে পরিবারের সকলকে তারা জবাই করবার হুমকি দিয়েছে।
ওই নারীর বাবা জানান, ঘটনার পর প্রভাবশালীরা তাদের বাড়ি অবরুদ্ধ করে রাখে। পরে সুযোগ পেয়ে শুক্রবার সকালে সপরিবারে পালিয়ে এসে নড়াইল সদর হাসপাতালে মেয়েকে ভর্তি করা হয়। ধর্ষকসহ দোষীদের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন তিনি। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান বলেন, ওই নারীকে শারীরিক নির্যাতন করা হয়েছে। ধর্ষণের অভিযোগ থাকায় নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচাজ (ওসির্) সৈয়দ আশিকুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলারও প্রস্তুতি চলছে। ধর্ষিত নারী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।