মহসেন জুট মিলস শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিক কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ হয়েছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রি-পক্ষীয় বৈঠকে শ্রমিকদের ঈদের আগে ৬ হাজার টাকা করে এবং সকল শ্রমিক কর্মচারীর পাওনা ১ মাসের ভেতর পরিশোধের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত মেনে সকল আন্দোলন স্থগিত করা হয়।
জেলা প্রশাসকের সিদ্ধান্ত অমান্য করায় শ্রমিক কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন। সভায় আন্দলোনরত শ্রমিক কর্মচারীরা ত্রি পক্ষীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় আজ রোববার বেলা ১১টায় শ্রম পরিচালকের দপ্তরে আন্দোলনরত শ্রমিকরা এক বৈঠকে মিলিত হবেন । শ্রমিক সমাবেশে প্রবীণ শ্রমিক এরশাদ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মিহির রঞ্জনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কা¡রী আসহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী ,বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন,সাবেক সিবিএ সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, কামাল হোসেন , ইলিয়াস হোসেন ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ।