ঝিকরগাছায় ৩ দিনে ২৫ জনের শরীরে করোনা পজেটিভ! মোট আক্রান্ত ১৪১ জন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় গত তিন দিনে ২৫ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। শনিবার ৭জনসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪১ জনে। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৯ জন সুস্থ হয়েছেন। অন্যরা সবাই নিজনিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. রাশিদুল আলম জানান, শনিবারের নমুনা পরীার ফলাফলে উপজেলার নতুন ০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন, পৌরসদরের ৪নং ওয়ার্ডের উম্মে সালমা (২০), শারমিন ফারহানা (৪১), ৭নং ওয়ার্ডের আরশাদ আলী (৫৭), ৮নং ওয়ার্ডের জিল্লুর রহমান (৩২), গদখালী ইউনিয়নের নুর ইসলাম (৪৮), মাহাবুবুর রহমান (৪৫) ও মাসুদ হাসান (৪৫)। এর আগে গত বৃহস্প্রতিবার ১২ ও শুক্রবার ৬ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। শুক্রবার আক্রান্তরা হলেন, পৌরসদরের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌসি বেগম (৪৫), আল ইমরান সুমন (৩৪), ৩নং ওয়ার্ডের লিপি রানী কীর্ত্তনীয়া (৫৪), ৬নং ওয়ার্ডের আশরাফুল আলম (৫৬), ঝিকরগাছাসদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামের নুরজাহান বেগম (৪৮) , গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের মোমেনা বেগম (৪৮)। এছাড়া বৃহস্পতিবার আক্রান্ত ১২ জন হলেন, পৌরসদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান (৫৭), ৩নং ওয়ার্ডের বাসিন্দা কাইসান হাবিব, ফাইরুজ মালিহা, মাসুমা পারভীন, এস কে শাহারিয়ার, এস কে ইতহাদ ইমাম, তানিয়া আফরোজ, এস কে ইমামুল হাবিব, শিফাত শাবনম, ৯নং ওয়ার্ডের বাসিন্দা হাসান কাদের (৩৬), হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের কামাল হোসেন (৩৫) ও মাগুরা ইউনিয়নের মিশ্রীদেয়াড়া গ্রামের উম্মে হাবিবা । আক্রান্তরা সকলেই নিজনিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ডাঃ মো. রাশিদুল আলম।