মহেশপুরে কোরবানির গোশত নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়ায় কোরবানির গোশত নিয়ে বিরোধ এবং মামলার প্রেক্ষিতে গত শুক্রবার সকালে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে ইউপি মেম্বার আব্দুল আজিজের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেম্বার শাহাজান আলী।সংবাদ সম্মেলনে বলা হয়, ১ আগস্ট ঈদুল আযহা উপলক্ষে বাঁশবাড়িয়া ইউনয়নের ২ নম্বর ওয়ার্ডের গাড়াপোতা গ্রামের উত্তরপাড়ার লোকজন পশু কোরবানি করে গরীব মিসকিনের গোশত এক জায়গায় করে বিতরণ করেন। এই দায়িত্ব পালন করেন ইউপি মেম্বার আব্দুল আজিজ ও নুর ইসলাম। তারা এই গোশত এক জায়গায় নিয়ে প্যাকেট করে মিসকিনের দিতে যাওয়ার সময় একই গ্রামের মতিয়ার রহমান ও তার পুত্র ইমরান ও আকরাম ৪ প্যাকেট গোশত নিয়ে নেন। এনিয়ে মেম্বার আব্দুল আজিজের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইমরান হোসেনসহ দু’পক্ষের কয়েকজন আহত হয়। পরে ইমরান মহেশপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় মেম্বার আব্দুল আজিজ ও তার কলেজ পড়–য়া পুত্র ও দুই চাচাতো ভাইকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে ইমরানের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মন্ডলসহ ইউনিয়নের মেম্বার ও সুধীবৃন্দ।