যশোরে ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা পিতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নিজের ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে সোনার অলঙ্কার ও টাকা চুরির অভিযোগে শুক্রবার কোতয়ালি থানায় মামলা করেছেন কুয়েত প্রবাসী শেখ ফজলুল করিম টুটুল। অভিযুক্তরা হচ্ছেন-শহরের বারান্দী মোল্লাপাড়ার বাসিন্দা মেহেদী হাসান রাজা ও তার স্ত্রী মোছা. মিম। বাদী শেখ ফজলুল করিম টুটুলের অভিযোগ, মেহেদী হাসান রাজা ইয়াবা ও হেরোইনসেবী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। মেহেদী হাসান রাজা তার স্ত্রীর (ছেলের স্ত্রী) কু-প্ররোচনায় মা ও বাবার কাছে বেশি বেশি টাকা দাবি করতেন। কিন্তু তার চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় একদিন রান্নাঘর থেকে বটি এনে তাকে হত্যার হুমকি দেন। এরপর গত ৩ আগস্ট রাত সোয়া ১১ টার দিকে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ টাকা ও সাড়ে ৫ ভরি সোনার অলঙ্কার চুরি করেন মেহেদী হাসান রাজা ও তার স্ত্রী মোছা. মিম। বর্তমানে তার ছেলে স্ত্রীকে নিয়ে আত্মগোপন করে আছেন।