খালিশপুরে সমাজসেবকের মৃত্যুতে দোয়া মাহফিল

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খালিশপুর সরকারি হাজী মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নার্গিস সাবিনার পিতা সমাজসেবক খান জিয়াউল হকের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুম্মা ছোট বয়রাস্থ সিরাজুল ইসলাম জামে মসজিদ, রয়রা জামে মসজিদ, নুরানী জামে মসজিদ, মসজিদি হাতিম, মসজিদুল কাওসার ও মসজিদুল আকসাসহ ৬ টি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, খান জিয়াউল হক ৩১ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯ টায় ছোট বয়রা ইসলামীয়া কলেজ রোডস্থ নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন।