করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আবদুল গণির মৃত্যু

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সাতীরার দেবহাটা উপজেলা পরিষদের টানা দুই মেয়াদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল গণি (৭০)। শুক্রবার ভোর ৪টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবদুল গণি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সাতীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে আবদুর রাজ্জাক রনি জানান, মৃত্যুর আগে নমুনা পরীায় তার বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি আরও জানান, বিগত কিছুদিন যাবৎ জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন উপজেলা চেয়ারম্যান। পরবর্তীতে শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। উপজেলা চেয়ারম্যানের ছেলে জানান, ওই দিনই করোনাপরীার জন্য নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের তিন দিন পর বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এই মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হবে।