জুতা-পানি হাতে সরফরাজ, চটেছেন শোয়েব

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি ইংল্যান্ড সফরে দলের দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সরফরাজ আহমেদ। ফলে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের মূল একাদশের হয়ে যে মাঠে নামা হবে না, সেটি নিশ্চিত ছিল একপ্রকার। একাদশে না থাকলেও মাঠে ঠিকই দেখা গেছে সরফরাজকে। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে উইকেটে থাকা ব্যাটসম্যানদের জন্য পানি, জুতা নিয়ে মাঠে গেছেন তিনি। তবে দলকে নেতৃত্ব দেওয়া একজন সিনিয়র ক্রিকেটারকে এমন কাজ করতে দেখে বেশ চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
ঘটনার সূত্রপাত, ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান ইনিংসের সময়। সফরকারিদের ৭১তম ওভারে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ওপেনার শান মাসুদের জন্য পানি ও জুতা নিয়ে মাঠে যান সরফরাজ। তবে পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট, ৫০ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া সরফরাজের এমন কাজ পছন্দ হয়নি শোয়েবের।
সাবেক এই গতিতারকা এক ভিডিওতে বলেন, ‘দৃশ্যটি আমার ভালো লাগেনি। করাচির একটি ছেলেকে দিয়ে যদি উদাহরণ তৈরি করতে চাওয়া হয়, তাহলে তা ভুল। পাকিস্তানকে চার বছর ধরে নেতৃত্ব দিয়েছে, দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে, এমন একজনের সঙ্গে এমনটি করা যায় না।’ তিনি আরও যোগ করেন, ‘তাকে (সরফরাজ) জুতা বহন করতে বাধ্য করা হয়েছে। সে নিজে থেকে যদি এমনটি করে, তাকে থামানো উচিত। ওয়াসিম আকরাম কখনও আমার জন্য জুতা নিয়ে আসেনি।’
শোয়েব কেবল টিম ম্যানেজমেন্ট নয়, সরফরাজকেও ধুয়ে দিয়েছেন। সাবেক এই অধিনায়ক দুর্বল বলে শোয়েব আরও বলেন, ‘এতে বোঝা যায়, সরফরাজ একান্তই বাধ্যগত ও দুর্বল একজন। যেভাবে জুতা বয়ে নিয়ে গেছে, একইভাবে নিশ্চয়ই পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছে সে! আমি বলছি না জুতা বহন করা কোনো সমস্যা, তবে একজন সাবেক অধিনায়ক এটা করতে পারে না।’ তবে সরফরাজের এই ঘটনাকে স্বাভাবিক হিসেবে দেখছেন দলটির কোচ মিসবাহ-উল-হক। পাকিস্তান কোচ ও সাবেক অধিনায়ক এই প্রসঙ্গে বলেন, ‘এই ধরণের আলোচনা কেবল পাকিস্তানেই সম্ভব! আমি যখন অধিনায়ক ছিলাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে দলের বাইরে ছিলাম, আমিও তখন দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করেছি। এটা করতে কোনো লজ্জা নেই। সরফরাজ মানুষ ও খেলোয়াড় হিসেবে অসাধারণ। সে জানে, এটা দলীয় খেলা।’