সরকার ট্যানারি মালিকদের সহযোগিতা করেনি: রিজভী

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় আবারও প্রমাণিত হয়েছে এই সরকার গরিব অসহায় এতিমদের পিষে মারছে। সরকার ট্যানারি মালিকদের কোনো রকম সহযোগিতা করেনি। ঋণ না দেওয়ায় ট্যানারি মালিকরা চামড়া কিনেনি। শুক্রবার (৭ আগস্ট) সকালে কুড়িগ্রামে নিজ বাড়ি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভীর অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে চামড়া শিল্পকে ধ্বংস করছে। অন্য কাউকে, অন্য কোনো দেশের চামড়া শিল্প বিকাশ সাধনের জন্য দেশের চামড়া শিল্পকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে।’ তিনি বলেন, ‘করোনায় সরকার লকডাউন করেনি, বলেছে ছুটি। করোনার মধ্যে সরকার অফিস-আদালত খুলে দিয়েছে। সবাই এর নিন্দা জানিয়েছে। সরকার বলছে, ২৫ শতাংশ লোক আসলেই হবে। কিন্তু তারা সব লোককে অফিসে আসতে বাধ্য করছে। ২৫ শতাংশ তুলে দিয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ঢাকাসহ সারা দেশে করোনা ছড়িয়ে পড়ছে।’