ঝিনাইদহে ১৫ হাজার মানুষের মাঝে জাহেদী ফাউন্ডেশনের গোশত বিতরণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ প্রতিবছর অসচ্ছল হাজার হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করে যাচ্ছে ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশন। এ বছরও জেলার বিভিন্ন গ্রামের ১৫ হাজার ব্যক্তিকে কোরবানির গোশত ও নগদ টাকা দেয়া হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বেড়গোপিনাথপুর গ্রামের কিংশুক ইটভাটায় ঈদের পর দিন থেকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সার্বিক তত্ত্বাবধানে এই গোশত বিতরণের কার্যক্রম শুরু হয়। এছাড়া পৌর এলাকার বিভিন্ন পাড়ায় ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমেও জাহেদী ফাউন্ডেশনের কোরবানির গোশত বিতরণ করা হয়। গোশত বিতরণ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধি মি. এলমালি, মি. তাহাসিন ও কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অসচ্ছল পরিবারের সদস্য মর্জিনা খাতুন জানান, তিনি প্রতি বছর দুই কেজি করে গরুর গোশত ও নগদ একশ টাকা পেয়ে থাকেন। এছাড়া পবিত্র ঈদুল ফিতরেও চাল, তেল ও ডালসহ বিভিন্ন উপকরণ পাচ্ছেন। সাধুহাটী ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলীম ও ইহছানুল হক জানান, এ বছর তারা দেড় কেজি গরুর গোশত ও নগদ একশ টাকা পেয়েছেন। জাহেদী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবার কোরবানির ঈদে ১৫ হাজার অসচ্চল পরিবারের মাঝে গোশত ও নগদ ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া কোটি কোটি টাকা ব্যয়ে স্কুল, মাদ্রাসা, মসজিদ, খেলাধুলা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে জাহেদী ফাউন্ডেশন নীরবে নিভৃত্বে কাজ করে যাচ্ছে।