দিঘলিয়ায় মাঝিদের সাথে ইউএনও’র মতবিনিময়

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বারাকপুর খেয়াঘাটের মাঝিদের সাথে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় বারাকপুর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে খেঁয়াঘাটের মাঝিদের সাথে তিনি মতবিনিময় করেন। এ সময় নির্বাহী কর্মকর্তা খেয়াঘাট পারাপারে সকল যাত্রী ও মাঝিদের মাস্ক ব্যবহার করতে বলেন। তিনি জনপ্রতি নৌকায় ২ টাকা ও উপরে ১ টাকা ঘাট খাজনার বেশি আদায় করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ঘাটে কেউ বিশৃঙ্খলাা সৃষ্টি করলে বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ার করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান মারুফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা ব্যাচা, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান হাদিউজ্জামান বিশ্বাস, গাজী ফরহাদ হোসেন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ।