বাসযাত্রীর সোনার চেইন চুরি,৪ নারী চোর আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট থেকে বৃহস্পতিবার দুপুরে ৪ নারী চোর আটক হয়েছেন। হালিমা খাতুন নামে এক নারীর গলা থেকে কৌশলে সোনার চেইন খুলে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।  পুলিশ জানায়, ভুক্তভোগী হালিমা খাতুন সদর উপজেলার মামড়াখোলা গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী। দুপুরে তিনি ঝিকরগাছা থেকে বাসে করে যশোর শংরকরপুরস্থ বাসটার্মিনালে আসছিলেন। পথে তিনি গলায় হাত দিয়ে দেখেন সোনার চেইন নেই। এ সময় অন্য যাত্রীরা বাসের মধ্যে থাকা ৪ নারীকে সন্দেহ করেন। এরপর বাসটি যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন নারীদের সেখানে নামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ওই নারীদের একজনের কাছ থেকে হালিমা খাতুনের চুরি যাওয়া সোনার চেইন উদ্ধার করা হয়।
যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে তারা ৪ নারী চোরকে আটক করেন। এরা হচ্ছেন-ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডহরমন্ডল গ্রামের আমির আলীর স্ত্রী সাদিয়া বেগম (৪০), শানু মিয়ার স্ত্রী রিনা বেগম (৪৭), সিরাজ মিয়ার মেয়ে জমিলা খাতুন (২৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাশোরা গ্রামের সেলিম মিয়ার স্ত্রী আকলিমা খাতুন (২৫)। তিনি আরও জানান, আটক নারীদের মধ্যে রিনা বেগমের কাছে চুরি যাওয়া সোনার চেইন পাওয়া যায়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।