চীন বিরোধী হাওয়ায় আইপিএল থেকে সরে যাচ্ছে ভিভো

0

লোকসমাজ ডেস্ক॥ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের পর থেকেই ভারতে বইছিল চীন বিরোধী হাওয়া। সেই হাওয়ার মাঝেও ভিভোকে এই বছর টাইটেল স্পন্সর রাখতে চেয়েছিল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু প্রবল জনরোষের মুখে টাইটেল স্পন্সরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে চীনা মোবাইল কোম্পানি। এমন তথ্যই জানিয়েছে ক্রিকইনফো। জুনে বিসিসিআই বলেছিল, স্পন্সরশিপ চুক্তির বিষয়টি তারা নতুন করে ভেবে দেখবে। কিন্তু তিন দিন আগে বিসিসিআই সাধারণ সম্পাদক জয় শাহর সই করা ঘোষণা পত্রে ভিভোকেই টাইটেল স্পন্সর হিসেবে রাখা হয়। এর পর থেকে আইপিএল বয়কটের মুভমেন্ট চালু হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে শুরু হয় হ্যাশট্যাগ চাইনিজপ্রিমিয়ার লিগ ট্রেন্ড! তাই উদ্ভুত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দু’পক্ষ। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। অবশ্য এবারে না থাকলে পরের বার ভিভোকে পাওয়া যাবে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তারা বলছে, টাইটেল স্পন্সর হিসেবে ২০২২ ও ২০২৩ সালের সংস্করণেও তারা থাকতে পারে। তবে এবারের জন্য নতুন কাউকে টাইটেল স্পন্সরশিপ দেওয়া হবে। যার জন্য দরপত্র আহ্বানও করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রাথমিকভাবে দুই বছরের জন্য ভিভোর সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করেছিল বিসিসিআই। ২০১৭ সালে পুনরায় তারা চুক্তিটি পায় ৫ বছরের জন্য। এই চুক্তিতে ভিভোর কাছ থেকে তারা বছরে পাচ্ছিলো ৪৪০ কোটি রুপি। ফ্র্যাঞ্চাইজিগুলোও চুক্তি অনুসারে পাচ্ছিলো ২০ কোটি করে। নতুন করে কেউ এলেও এর ব্যতিক্রম হবে না। ফলে আর্থিক কোনও প্রভাব পড়বে না তাদের ওপর।