বৈরুতে গৃহহীন ৩ লাখ মানুষ

0

লোকসমাজ ডেস্ক॥ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গৃহহীন হয়েছে প্রায় তিন লাখ মানুষ। এছাড়া নগরীর অর্ধেকই ক্ষয়ক্ষতির শিকার, যার মূল্য ৩০০ কোটি মার্কিন ডলারেরও বেশি। বুধবার সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। বৈরুতের গভর্নর মারওয়াদ আবুদ বলেছেন, ‘আমার ধারণা আড়াই থেকে তিন লাখ মানুষ এখন গৃহহীন।’ বিস্ফোরণের কারণে ৩০০ থেকে ৫০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। মারওয়াদ আবুদ জানান, প্রকৌশলী ও টেকনিক্যাল টিম এখনও ক্ষয়ক্ষতির সরকারি মূল্যায়ণ করতে পারেনি। বিস্ফোরণের ব্যাপ্তি নগরীর অর্ধেক পর্যন্ত ছিল। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে বৈরুত বন্দরের একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা শহরই ভূমিকম্পের মত কেঁপে ওঠে। ভয়াবহ এ বিস্ফোরণে ১১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ।