ঝিনাইদহে কৃষক নেতা জিন্নাত আলীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

0

শনিবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক কোষাধ্য ও ঝিনাইদহ জেলা সভাপতি জিন্নাত আলী বরুণ-এর ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,শপথ পাঠ ও সংপ্তি স্মরণসভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলার সদর থানার গড়িয়ালা গ্রামে সমাধিস্থলে স্মরণসভায় উপস্থিত থাকেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, কেন্দ্রীয় সদস্য কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি ডা. ওলিয়ার রহমান, কেন্দ্রীয় সদস্য কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সম্পাদক ইমরান হোসেন ফারুক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালাম শাহ, জেলা সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু প্রমুখ। সংক্ষিপ্ত স্মরণসভায় নেতৃবৃন্দ প্রয়াত কৃষকনেতার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে তার সাংগ্রামী জীবন থেকে শিা নিয়ে কৃষক ও কৃষির স্বার্থে কৃষক সংগ্রাম সমিতির আন্দোলন-সংগ্রামকে বেগবান করার জন্য সর্বস্তরের কৃষক-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের চাকরিচ্যুতি ও পিপিপি(পাবলিক প্রাইভেট পার্টনারশিপ)-এর মাধ্যমে মিল পরিচালনার মত জাতীয় ও জনস্বার্থ বিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বিজ্ঞপ্তি