বাগেরহাটে করোনায় বাবা-ছেলে ও উপসর্গে আরও দুজনের মৃত্যু

0

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তাছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সরকারি এক কর্মকর্তার। অন্যদিকে একই দিন বাগেরহাটে করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন আরও দুজন। এদের মধ্যে রয়েছেন গ্রাম পুলিশ ও আনছার – ভিডিপির বাগেরহাটের সহকারী জেলা কমান্ড্যান্ট। শনিবার খুলনা কোভিড হাসপাতালে (ডায়েবেটিস হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় পল্লী চিকিৎসক ইয়াদ আলী (৬০)মারা যান। বিকেলে ইয়াদ আলীর ছেলে খান জাহান আলী ওরফে বাদশা (২৪) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এছাড়া আব্দুস ছালাম নামের এক গ্রাম পুলিশ একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এদিকে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে করোনা উপসর্গ নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনছার ও ভিডিপির বাগেরহাটের সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মাদ মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ বিষয় নিশ্চিত করেছেন ।