শংকরপুরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা, আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুরে শুক্রবার সন্ধ্যায় রাকিবুল হাসান অনিক (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত এবং টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলো, শংকরপুর জমাদ্দার পাড়ার হালিম ওরফে ঠিলে মুন্সীর ছেলে টুনি শাওন, হাফিজুর রহমানের ছেলে মুসা, আশরাফ হোসেনের ছেলে ঝন্টু, কুট্টির ছেলে আপন, কাজলের ছেলে বুলেট ও মোমরেজের ছেলে রহিম। এছাড়া অজ্ঞাত ২/৩জনের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। এরা হলো, শংকরপুর ছোটনের মোড় লিয়াকতের বাড়ির ভাড়াটিয়া মৃত আমিনুলের ছেলে এনামুল হক বিজয় (১৬) ও শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার খালেক মোল্লার ছেলে আশরাফুল (৩৪)।
অনিকের বাবা আলতাফ হোসেন এজাহারে উল্লেখ করেছেন, তার মেজ ছেলে রাকিবুল হাসান অনিক যশোর-বেনাপোল সড়কের বাসের হেলপার। শুক্রবার অনিক শংকরপুর ছোটনের মোড় মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরছিল। দুপুর পৌনে দুইটার দিকে রাসেলের খাবার হোটেলে সামনে পৌঁছালে টুনি শাওনসহ আসামিরা অনিকের তার গতিরোধ করে। এ সময় টুনি শাওন পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। অনিকের পকেটে থাকা একটি মোবাইল ফোন তারা ছিনিয়ে নেয়। অনিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অনিককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে থানায় মামলা দায়েরের পুলিশ শনিবার ভোরে পুলিশ শংকরপুর ছোটনের মোড় থেকে সন্দিগ্ধ আসামি এনামুল হক বিজয় ও আসামি আশরাফুলকে আটক করে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।