সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান মহেশপুরে

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোরের উদ্যোগে ঝিনাইদহের মহেশপুরে মেডিকেল ক্যাম্পে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসা দেয়া হয়। করোনা দুর্যোগকালীন এই কঠিন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও প্রসূতি মায়েদের দুর্ভোগ কমানোর ল্েয এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। তারাই অংশ হিসেবে এই স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন। এছাড়া ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহম্মেদ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর ৭ জন ডাক্তার এবং মহেশপুর হাসপাতালের ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার তিন’শ জন গর্ভবতী মাকে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ৫’শ দরিদ্র ব্যক্তির মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।