হরিণাকুন্ডুতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে হাসেম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসেম ওই গ্রামের মহিউদ্দন শেখের ছেলে। এসময় আহত ব্যক্তির স্ত্রী নারগিস খাতুনকেও দুর্বৃত্তরা মারধর করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহতের পিতা মহিউদ্দিন শেখ বাদী হয়ে একই গ্রামের জামাল, কামাল, জীবনসহ ৮/১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। স্থানীয়রা জানায়, দুপুরে আহত হাসেম গরু কেনার জন্য গ্রামের শিমুল নামের একব্যক্তির বাড়িতে যায়। সেখান থেকে বের হয়ে আসার পর একই গ্রামের ইজাল উদ্দিনের ছেলে জামাল, কামাল ও জীবনসহ বেসকয়েকজন দূর্বৃত্ত তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেণ। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি জানান, তিনি গরু কেনা-বেচার ব্যবসা করেণ। ঘটনার দিন দুপুরে তিনি গ্রামের মুঙলার ছেলে শিমুলের বাড়িতে যান। পরে তাদের সাথে কথা বলে বেরিয়ে রাস্তার ওপর আসার পর একই গ্রামের জামাল, কামাল, জীবনসহ ৮/১০ জন দূর্বৃত্ত তার উপর অতর্কিত আক্রমণ করে তাকে উপর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় তার কাছে থাকা ১ লক্ষ ৬৫ হাজার টাকাও তারা ছিনিয়ে নেয় বলে তিনি জানান। হরিণাকু-ু থানার পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানান, এবিষয়ে থানায় মামলা হয়েছে। দ্রুত আসামিদের ফ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।