যশোরে বাম সংগঠনের মিছিল-মানববন্ধন : শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না

0

স্টাফ রিপোর্টার ॥ পাটকল বিরাষ্ট্রীয়করণের সরকারি সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ অভিহিত করে অবিলম্বে তা বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও ওয়ার্কার্সপার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে প্রেসকাব যশোরের সামনে মানববন্ধন হয়। একই দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে নেতারা বলেন, সরকারের পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে। তারা বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। তারা জাতীয় স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং পাটকলগুলোকে আধুনিকায়ন করার দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন দলের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষ্ণা সরকার, কামরুল হক লিকু, সমীরণ বিশ্বাস, তাইজেল হোসেন প্রমুখ। এদিকে একই দাবিতে বেলা ১২ টার দিকে শহরের ভোলা ট্যাংক রোড থেকে বিােভ মিছিল বের করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কৃষকনেতা মিজানুর রহমান, সখিনা খাতুন দিপ্তী প্রমুখ। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, দেশের এ চরম সংকটময় মুহূর্তে পাট এবং পাট শিল্পকে যখন এগিয়ে নেওয়া জরুরি তখন সরকার পাটকল বন্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। করোনায় বিপর্যস্ত কোটি কোটি মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে তখন ২৫ হাজার শ্রমিক ছাটাইয়ের এ ঘটনা কখনও মেনে নেয়া যায় না। এ অবস্থায় সরকারকে তার সিদ্ধান্ত পরিবর্তনের জোর দাবি জানান বাম দলটির নেতৃবৃন্দ।