শূন্য পদে নিয়োগ চান এসআই সুপারিশবঞ্চিতরা

0

লোকসমাজ ডেস্ক॥ ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) নিয়োগে সুপারিশবঞ্চিত প্রার্থীদের থেকে নিয়োগের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করে সুপারিশবঞ্চিতরা এ দাবি জানান। সুপারিশবঞ্চিতদের পক্ষে আশীষ কুমার ধর বলেন, করোনা পরিস্থিতিতে দেশের সব ধরনের সরকারি চাকরি পরীক্ষা স্থগিত আছে। এতে আমরা চিন্তায় আছি। আমাদের অনেকেরই এসআই পদে আবেদনের বয়স শেষ। এ বছর নিয়োগ পরীক্ষা প্রায় অসম্ভব। সুতরাং সুপারিশবঞ্চিত ২৭০০ প্রার্থী হতে শূন্য পদগুলো পূরণ করা হলে এবং দেশের এই ক্রান্তিলগ্নে পরবর্তী নিয়োগ বিশেষ বিবেচনায় হলে একদিকে যেমন দেশের বেকার সমস্যা কিছুটা হলেও দূর হবে।