করোনাকালে জনসচেতনতামূলক কার্যক্রমে যশোর সেনানিবাস

0

লোকসমাজ ডেস্ক॥ বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এক মহামারীর নাম করোনা ভাইরাস। মরণব্যাধি এই ভাইরাস হতে দেশের সমগ্র জনগোষ্ঠীকে বাঁচাতে সরকারের দেয়া দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্বের সাথে পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় করোনার ভয়াবহতা বিবেচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করার জন্য জনগনের আস্থার প্রতীক সেনাবাহিনীকে এই বিশেষ দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের অংশ হিসেবে প্রতিনিয়ত জনগনকে সচেতন করতে সেনাসদস্যরা তাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গতকাল ৮ জুলাই বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে সেনাসদস্যরা তাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। মার্কেট/শপিংমল, হাট-বাজার ও সকল প্রকার জনসমাগম এলাকাসমূহে সামাজিক দূরত্ব ও জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণ, কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ, গণপরিবহন মনিটারিং, স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নসহ সকল প্রকার জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, সুপেয় পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।