প্রকাশিত সংবাদে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

0

স্টাফ রিপোর্টার ॥ গত ২৩ জুন দৈনিক লোকসমাজে যশোর শিক্ষা বোর্ডে সাড়ে চার মাসে ৭৭ কর্মকর্তা-কর্মচারী বদলি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, তার যোগদানের পর বোর্ডের প্রশাসনিক স্বার্থে এবং দীর্ঘদিন একই শাখায় কর্মরত কর্মচারীদের কাজের গতি সঞ্চালনের জন্যে কিছু কর্মকর্তা-কর্মচারীকে এক শাখা থেকে অন্য শাখায় বদলি করা হয়েছে। কোন কর্মকর্তা-কর্মচারীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা হয়রানিমূলক বদলি করা হয়নি। ওই সংবাদে উল্লেখিত সর্বশেষ বদলিতে সিবিএ সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নাম থাকায় কর্মচারী নেতা ও তাদের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে মর্মে উল্লেখ করা হলেও তা মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক। তিনি বলেন, ওই সংবাদে তার বক্তব্য নেয়া হয়নি।
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদক মাসুদ রানা বাবু বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন ও সিবিএ সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের বক্তব্য নিয়েই সংবাদ পরিবেশন করেন। সেখানে অভিযোগ সম্পর্কে তাদের মতামত হুবহু প্রকাশ করা হয়েছে। প্রতিবাদলিপিতে চেয়ারম্যান বদলির বিষয়টি স্বীকারও করেছেন।