যশোরে একদিনে চিকিৎসক নার্স পুলিশসহ ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত

0

বিএম আসাদ ॥ চিকিৎসক, নার্স, পুলিশ, শিক্ষক, স্বাস্থ্যকর্মীসহ গতকাল যশোরে ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭শ ৯৯ জন। অধিক সংখ্যক লোক করোনায় আক্রান্ত হওয়ায় যশোরবাসীকে ভাবিয়ে তুলেছে। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে গতকাল ১শ‘ ২০টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর ভেতর করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। খুলনা মেডিকেল কলেজ হতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ২০টি, তাতে আক্রান্ত হয়েছেন ৪ জন। সবমিলে ১শ ৪০টি রিপোর্টের মধ্যে মোট ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ভেতর যশোর সদরে ২৭ জন, অভয়নগরে ৭ জন, কেশবপুরে ৬ জন, শার্শায় ৪ জন, মনিরামপুরে ২ জন, ঝিকরগাছায় ১ জন ও চৌগাছায় ৩ জন। আক্রান্তরা হলেন- যশোর মেডিকেল কলেজের শিক্ষক ড. এবিএম ওয়ালিদ হাসান (২৪), যশোর ২৫০ শয্যা হাসপাতালের নার্স প্রিয়াঙ্কা (২৬), সুদিপ্তা (২৭), ওয়ার্ড সুপার ভাইজার রফিকুল ইসলাম (৩৩), খড়কির বাসিন্দা ব্র্যাক সেন্টার আরবপুরের সাইফুল ইসলাম (৫০), যশোর সদরের কৃষক শফিকুল ইসলাম (৩৫), বেসরকারি কোম্পানিতে চাকরিরত অভয়নগর প্রেমবাগের আসলাম হোসেন (৩০), যশোর সদরের কৃষক আজম আলী (২৪), গৃহবধূ শাহনাজ পারভীন (৩৯), ধানঘাটা গ্রামের গৃহবধূ আলেয়া বেগম (৩৫), ঝুমঝুমপুরের শিক্ষিকা হোসনে আরা পলি (৩০), সদর উপজেলার সাতমাইল গ্রামের গৃহবধূ আলেয়া বেগম (৬০), ফাতেমা ইসলাম (৩৫), ব্যবসায়ী দেবাশীষ তরফদার (২৮), ২৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মী হৈবতপুরের খায়রুন্নেসা (৩৫), চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী জুল হোসেন (৩২), আন্দুলিয়া গ্রামের কৃষক মঞ্জুর রহমান (৫৫), চৌগাছা পূর্ব কারিগরপাড়ার বজলুল করিম (৬৪), মনিরামপুরের খারিঞ্চী গ্রামের স্কুলছাত্র মহিত (১২), কেশবপুরের সাবদিয়া গ্রামের এনজিও কর্মী মনসুর আলী (৪৫), যশোর ব্র্যাকে কর্মরত কেশবপুর অফিসপাড়ার আব্দুর রউফ (৪৫), গৃহবধূ সালমা আক্তার (৩৫), স্কুলছাত্রী রুমি (১১), শার্শার নারায়নপুরের গৃহবধূ তন্বি (২১), পান্থাপাড়ার ব্যবসায়ী আজিজুর রহমান (৫০), কেশবপুর থানার পুলিশ কনস্টেবল সুকান্ত ঢালী (৩৩), ঝিকরগাছা কৃষ্ণনগর পল্লী বিদ্যুতের জিএম আল মামুন (৪০), মনিরামপুরের কৃষক শামীম আলী (২৮), শার্শার কৃষক সেন্টু (৩১), অভয়নগরের গুয়াখোলা গ্রামের ব্যবসায়ী সানাউল্লাহ (৬৭), ব্যবসায়ী এমডি মিরাজ (৩৫), রায়হান (৪২), তরিকুল ইসলাম (৩২), আমিরুল ইসলাম (৫৫), যশোর শহরের নীলগঞ্জের গৃহবধূ হীরা (৪৭), ঝুমঝুমপুরের ১৪ বছরের এক স্কুলছাত্র, ২৫০ শয্যা হাসপাতালের ফজলুল হক (৫৫), কৃষক শাহজালাল (৩৮), এমদাদুল হক (৩৪), ঝুমঝুমপুরের বিজিবি সদস্য জাহাঙ্গীরা আলম (৫০), গৃহবধূ রাবেয়া আকতার (৩০), কৃষক আব্দুর রাজ্জাক (৭২), অভয়নগরের ব্যবসায়ী আতাউর রহমান (৬৫), ঝিকরগাছা কৃষক আইউব আলী (৩৮), শার্শার ব্যবসায়ী হাসনাত আহমেদ (৩০), কেশবপুরের গৃহবধূ সেলিনা আক্তার (২৭), শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার গৃহবধূ তাসনিয়া জাহান (৩০), ২১ বছরের এক কলেজছাত্র, গৃহবধূ শাহিদা বেগম (৫৮) ও অভয়নগর থানা পুলিশের কনস্টেবল মো. মোসলেম উদ্দিন (৩৫)।