যশোরে ভুয়া দুই পুলিশের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলায় চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের মামলায় ভুয়া দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এস আই ফকির ফেরদৌস আলী এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হচ্ছেন ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সোহাগ ও মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাকিল হোসেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ রাত ১১টার দিকে পুলিশ যশোরের চাঁচড়া চেকপোস্ট থেকে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহী সোহাগ ও শাকিলকে আটক করে। এ সময় তারা আইডি কার্ড দেখিয়ে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন। কিন্তু অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তার সন্দেহ হয় তাদের আইডি কার্ড সঠিক নয়। পরে তিনি পরীক্ষা করে নিশ্চিত হন যে, প্রদর্শিত আইডি কার্ড ভুয়া। এরপর আটক দু জনের শরীরে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শ্যুটারগান, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, হ্যান্ডকাপের চাবি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতয়ালি থানা পুলিশের এস আই অনুপম রায় আটক দু জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে উল্লিখিত দু জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।