যশোর-৬ কেশবপুর আসন : করোনা ভাইরাসের মধ্যে নির্বাচন ভোটাররা স্বাভাবিকভাবে নিচ্ছেন না

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ জাতীয় সংসদ যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের মধ্যে এ নির্বাচনকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না এ আসনের সাধারণ ভোটাররা। ভোটের কোন উত্তাপ নেই এ আসনে। এখানে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত হাবিবুর রহমান।
২১ মার্চ নির্বাচন কমিশন করোনা ভাইরাসের কারণে এ আসনটির উপ-নির্বাচন স্থগিতের ঘোষণা দিলে মানুষ করোনা মোকাবেলায় গৃহবন্দি হয়ে পড়েন। বর্তমানে কেশবপুর পৌরসভার ২টি ওয়ার্ড ও কেশবপুর সদর ইউনিয়নের একটি ওয়ার্ডে রেডজোন ঘোষণা করে লকডাউন দেয়া হয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে আগামী ১৪ জুলাই এ আসনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়। মহামারি করোনার কারণে বিএনপি এ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। বর্তমান সময়ে ২ জন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত শাহীন চাকলাদার (নৌকা) ও জাতীয় পার্টি মনোনীত হাবিবুর রহমান (লাঙ্গল) । নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে কোন উৎসাহ না থাকলেও স্ব স্ব প্রার্থীর কর্মী-সমর্থকরা মাঠে ময়দানে সক্রিয় রয়েছেন। তবে সকল প্রার্থীই নির্বাচনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ভোট প্রার্থনা করে চলেছেন। সাধারণ ভোটারদের ভোট নিয়ে তেমন মাথা ব্যথা বা নির্বাচনের প্রার্থী নিয়ে কোন আলাপচারিতা লক্ষ্য করা যায়নি। দুপুর ২ টার পর উপজেলা সদরে মাইকে নির্বাচনী প্রচার করতে দেখা গেছে। পত্রিকায় নাম না প্রকাশের শর্তে সাধারণ ভোটারদের অভিমত মানুষ যেখানে করোনা ভাইরাসের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না, সে মুহূর্তে এ ভোট তাদেরকে আশাহত করেছে। অপরদিকে বুধবার বিকেলে দৈনিক লোকসমাজকে দেয়া একান্ত সাক্ষাতকারে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান জনান, করোনা ভাইরাসের কারণে মানুষ নির্বাচনকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। ভোটাররা কেন্দ্রে ভোট দিতে পারলে তিনি বিজয়ী হবেন। তিনি আরো জানান, কেশবপুরের ৩ টি ওয়ার্ডে চলছে লকডাউন, তারপরও নির্বাচনে তিনি কাজ করছেন। তিনি ভোটারদের মাঝে লিফলেট ও মাক্স বিতরণ করছেন। পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি ভোটারদের ভোট দেয়ার পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।