চৌগাছায় শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৩ জন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় শ্বাসকষ্টে তোফাজ্জেল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়–য়া গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে। চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। মৃতের স্বজনরা জানান, তোফাজ্জেল হোসেন পেশায় একজন কৃষক। সম্প্রতি মাঠে কাজ করার সময় তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন। এ ঘটনার কিছুদিন পর তার হঠাৎ শ^াসকষ্ট শুরু হয়। শ^াসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি হাসপাতালে মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, রোগীর আগে থেকেই শ^াসকষ্ট ছিল। মৃত্যুর সময় জ¦র বা অন্য কোন উপসর্গ ছিল না। মঙ্গলবার হাসপাতালে ভর্তির পর বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান। এদিকে বুধবার উপজেলার এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ (সিএইচসিপি) নতুন করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, জগদীশপুর কমিউনিটি কিনিকের সিএইচসিপি জুল হোসেন (৩২), আন্দুলিয়া গ্রামের মুঞ্জুর হোসেন (৫৫) এবং বেড়গোবিন্দপুর গ্রামের ফজলুল কবীর (৬৫)। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ জন। আক্রান্তদের মধ্যে ৩০ জন সুস্থ হয়ে উঠেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, গত ৬ জুলাই উপজেলার ১০ ব্যক্তির নমুনা পাঠানো হয় যশোর সিভিল সার্জন অফিসে। সেখান থেকে মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় উল্লেখিতদের করোনা শনাক্ত হয়। আক্রান্ত প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে তিনি জানান।