পাইকগাছায় মন্দিরের টাকা আত্মসাত করার অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মন্দিরের টাকা আত্মসাত করায় দু জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার স্মরণখালী সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের উন্নয়নকল্পে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ১৫ হাজার টাকা বরাদ্দ হয়। ওই টাকা মন্দির কমিটির নেতাদের স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশন দেখিয়ে উপজেলার স্মরণখালী গ্রামের গৌতম বাছাড় ও দিনেশ সরদার উত্তোলন করে আত্মসাত করেন। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি বকুল বাছাড় ও সম্পাদক সুকুমার বাছাড় উপজেলা নির্বাহী অফিসারের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। টাকা আদায় ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি ও সম্পাদক জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে গৌতম বাছাড় জানান, ওই টাকা দিয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।