করোনা নিয়ে প্রকাশ্যে এল আরও ভয়ঙ্কর তথ্য, মস্তিষ্কেও ক্ষতি করতে পারে এই ভাইরাস!

0

লোকসমাজ ডেস্ক॥ যতই দিন যাচ্ছে করোনাভাইরাস নিয়ে ততই নতুন নতুন তথ্য উঠে আসছে বিজ্ঞানীদের গবেষণায়। এবার করোনাভাইরাসের আরও একটি ভয়ঙ্কর রূপ প্রকাশ্যে এল। সেটি হচ্ছে, মস্তিষ্কেও ক্ষতি করতে পারে এই ভাইরাস। নতুন পরীক্ষায় কিছু ফলাফল এই ধারার ইঙ্গিত করছে। এছাড়াও হতে পারে স্নায়ুতন্ত্রের ক্ষতি। ইউনিভার্সিটি কলেজ লন্ডন বা ইউসিএলের গবেষকরা জানাচ্ছেন, এরকম ৪৩টি কেস তারা পেয়েছেন, যেখানে কোভিড রোগীর মস্তিষ্কে ক্ষতি হয়েছে। গবেষকদের ধারণা এই রোগীদের আগে থেকেই মস্তিষ্ক সংক্রান্ত কোনও রোগ ছিল। যেমন স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ, মস্তিষ্কের অকার্যকারিতা ইত্যাদি। গবেষকদের মতে, এবার থেকে মানব শরীরে করোনার প্রভাব হিসেবে মস্তিষ্কের ক্ষতির বিষয়টিরও উল্লেখ করা হবে। করোনা মূলত ফুসফুসে আক্রমণ চালালেও মস্তিষ্কেও এর প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে স্নায়ুতন্ত্রে। করোনার এই নতুন ধারা চিন্তায় ফেলেছে গবেষকদের। এদিকে, সমীক্ষা বলছে পরিস্থিতি ভালো নয়। করোনা সংক্রমণ ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। সূত্র: সিএনএন, বিজনেস ইনসাইডার, এনবিসি নিউজ