কুষ্টিয়ায় করোনায় মৃত ৪, খোলা হলো দোকান-শপিংমল

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের মাসহ তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের বয়স ৫০ থেকে ৭০-এর মধ্যে। বুধবার (৮ জুলাই) কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেন।
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও মৃত‌্যুর সংখ‌্যা বাড়ছে। মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত জেলায় কোভিড রোগীর সংখ্যা ৮১৫ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ‌্যা দাঁড়িয়েছে ১৯ জন। এরই মধ‌্যে কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভায় খুলে দেওয়া হয়েছে সব ধরনের দোকানপাট ও শপিংমল। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা থেকে এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক আসলাম হোসেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকে দোকান-শপিংমল সব খোলা হয়েছে। জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, করোনার কারণে অনেকের ব‌্যবসা-বাণিজ‌্য বন্ধ হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। অর্থনৈতিক প্রবাহ ঠিক না থাকলে মানুষ না খেয়ে মারা যাবে। এদিকে সামনে কোরবানির ঈদ। সব মিলিয়ে ব‌্যবসায়ীদের কথা ভেবে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা ব‌্যবস্থা মেনে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্ত হয়েছে।