সৌরভের দাবি এশিয়া কাপ বাতিল, বিসিবি বলছে সিদ্ধান্ত হয়নি

0

লোকসমাজ ডেস্ক॥ জন্মদিনের সকালে ক্রিকেটপ্রেমিদের বড় ‘ঝাটকা’ দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি জানালেন, এবারের এশিয়া কাপ হচ্ছে না। কলকাতার দৈনিক আনন্দবাজার-কে এমন কথা বলেছেন ভারতের ক্রিকেটের মহারাজ। তবে এশিয়া কাপের বাতিলের কোনো খবর জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজের ৪৮তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। সেখানে উঠে আসে এশিয়া কাপের প্রসঙ্গ। প্রতিবেদক জানতে চান বিরাট কোহলিদের কি এশিয়া কাপ দিয়ে মাঠে দেখা যাবে? উত্তরে গাঙ্গুলী সাফ জানিয়ে দেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এবারে আর হচ্ছে না।’
বিশ্বের সবথেকে ক্ষমতাশীল বোর্ডের প্রধানের এমন দাবির পর তোলপাড় চারপাশ। ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয় এশিয়া কাপ বাতিলের খবর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এশিয়া কাপ বাতিলের কোনো খবর নেই। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস রাইজিংবিডিকে বলেছেন, ‘তিনি (গাঙ্গুলী) কিভাবে বলেছেন তা আমি জানি না। এসিসির বৈঠক হওয়ার কথা সেখানেই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হবে। এখনও বৈঠক তো হয়নি। আমাদের সভাপতি অসুস্থ। তিনি এসিসির প্রধানও। মিটিং হবে কিভাবে? এজন্য এশিয়া কাপ নিয়ে কোনো আপডেট নেই।’
আজ এসিসিরি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকটি হবে কি না তা চূড়ান্ত নয়। বৈঠকেই এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার কথা। সূচি অনুযায়ী এশিয়া কাপ হওয়ার কথা সেপ্টেম্বরে। এবার ছয় দলের এই টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি সংস্করণে।