অবশেষে ২ পাটকল শ্রমিকনেতাকে গ্রেপ্তার দেখালো পুলিশ

0

লোকসমাজ ডেস্ক॥ খুলনায় সদ্য বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের দুই শ্রমিকনেতাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পর পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলা্ই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাদের দৌলতপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে রোববার (৫ জুলাই) দিবাগত মধ্যরাতে স্টার জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয়। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছিল। বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন মঙ্গলবার (৭ জুলাই) সকালে জানান, ২০১৯ সালের ৪ এপ্রিল পাটকল শ্রমিকদের বিক্ষোভ থেকে নগরীর নতুন রাস্তা মোড়ের পুলিশ বক্সে হামলা ও ভাংচুর করা হয়। ওই ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই শাহীনুর রহমান তাদের আদালতে পাঠিয়েছেন।