‘মেসি বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চায়’

0

লোকসমাজ ডেস্ক॥ বেশ কিছুদিন ধরে লিওনেল মেসিকে নিয়ে চলছে একটি-ই গুঞ্জন। ম্যানেজমেন্টের ওপর সন্তুষ্ট নন তিনি। তাই বার্সেলোনা ছাড়তে চলেছেন আর্জেন্টাইন তারকা। যদিও সব গুঞ্জনকে এক বাক্যেই উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তিনি বলেছেন, মেসি বার্সাতেই ফুটবল ও ওয়ার্কিং ক্যারিয়ার শেষ করতে চায়। মেসির চলমান চুক্তিটি শেষ হবে ২০২১ সালে। গুঞ্জন চলছে এর পর আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন মেসি। কিন্তু বার্সা সভাপতি এসব খবর উড়িয়ে দিয়ে পরিষ্কার করতে চাইলেন সব কিছু, ‘আমরা অনেকের সঙ্গেই সমঝোতা করছি। তবে মেসি আমাদের কাছে পরিষ্কার করেছে, সে এখানেই থাকতে চায়।’
খবর ছড়ায় বার্সায় চলমান অস্থিরতার কারণ নাকি খোদ মেসি! এসব খবর ভালোভাবে নিতে পারছেন না বার্সার প্রাণভোমরা। তাই চুক্তি বাড়ানোর বিষয়ে তিনি নাকি আর কথাই বলতে চাচ্ছেন না ক্লাবটির সঙ্গে। তবে বার্তোমেউর ভাষ্যে মিললো উল্টো ইঙ্গিত, ‘সে থাকবে, তাই আমরা আরও বেশি সময় তার খেলা উপভোগ করতে পারবো।’ ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পরই এসব কথা বলেছেন বার্সা সভাপতি। এ সময় রিয়াল মাদ্রিদ প্রসঙ্গেও নেতিবাচক মন্তব্য করে বসেন তিনি। বিলবাওর বিপক্ষে পেনাল্টিতে পাওয়া গোলটি নিয়ে বলেছেন, ‘বিলবাওর বিপক্ষে ম্যাচটা দেখেছি। আমি অবশ্য এসব পুনরাবৃত্তি করতে চাই না যে ভিডিও রেফারি যেভাবে ব্যবহারের কথা ছিল সেভাবে হচ্ছে না।’ এ সময় রিয়ালের প্রতি রেফারিদের পক্ষপাতীত্বের অভিযোগ করেন তিনি, ‘করোনা সংকটের শুরু থেকেই দেখতে পারছি, এখানে সব কিছু সমতায় বিরাজ করছে না। ফলাফলেও এর প্রভাবটা দেখতে পাই, দেখে মনে হয় একই দলকে বুঝি তারা সুবিধা দিচ্ছে।’