বন্দুকের কার্তুজ ও কুড়ালসহ যুবক আটক

0

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি॥ খানজাহান আলী থানাধীন পূর্ব মশিয়ালী থেকে এক রাউন্ড বন্দুকের কার্র্তুজ ও দেশী কুড়ালসহ মো. আলামিন হাওলাদার(১৯) নামে এক যুবককে স্থানিয় জনতা আটক করে পুলিশে সোপার্দ করেছে । এ ব্যাপারে খানজাহান আলী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে(মামলা নং-৩ তাং-৬/৭/২০)।
স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে পুর্ব মশিয়ালী আলীয়া মাদ্রসার সামনে তিন যুবক ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে স্থানিয় জনতা তাদেরকে ধাওয়া করে। এ সময় দু’যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও মো. আলামিন হাওলাদার(১৯) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ আটক আলামিনের কাছ থেকে এক রাউন্ড বন্দুকের কার্তুজ ও দেশীয় একটি কুড়াল উদ্ধার করে। আটক আলামিন হাওলাদার ইষ্টার্ণগ্টে গাবতলার রেজাউলের বাড়ীর ভাড়াটিয়া মৃত মনির হোসেন স্বপনের পুত্র। এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, স্থানিয় লোকজন আলামিনকে আটক করিয়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ধৃত আসামী মোঃ আলামিন হাওলাদারকে একটি দেশীয় তৈরী কুড়াল ও বাম হাতের মুষ্টির ভিতরে এক রাউন্ড বন্দুকের কার্তুজসহ আটক করে। তিনি বলেন আটক আলামিন স্বীকার করেন যে, তাহার বন্ধু ইমরান ও নাঈম তাহারা স্থানীয় জাফরিন এর সহিত দেখা করিয়া তাহাদের গাবতলায় বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয় এবং যে দুজন দৌড়াইয়া পালাইয়াছে তাহাদের নাম ইমরান ও নাঈম। খানজাহান আলী থানার মামলা নং-০৩ তাং০৬/০৭/২০২০ ইং, ধারা-১৮৭৮ সালের আমর্স এ্যাক্ট (সংশোধনী-২০০২) এর ১৯(ভ) রুজু করা হইয়াছে।