আলোচিত আমিরের বরখাস্তের আদেশ প্রত্যাহারের প্রতিবাদ ৮০ আইনজীবীর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বহুল আলোচিত আইনজীবী আমির হোসেনের বরখাস্তের আদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানিয়েছেন ৮০ জন আইনজীবী। সোমবার তারা লিখিতভাবে বিষয়টি জেলা আইনজীবী সমিতিকে জানিয়েছেন। এছাড়া বরখাস্ত আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে বিষয়টি সমিতির সাধারণ সভায় উপস্থাপনের দাবি জানানো হয়েছে।
আইনজীবীদের অভিযোগ, আমিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নারী নির্যাতন, অর্থ আত্মসাত, আদালতের নথি জালিয়াতিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন। তিনি জেল খেটেছেন একাধিকবার। এর আগে তিনবার যশোর জেলা আইনজীবী সমিতি তাকে বরখান্ত করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার বিরুদ্ধে কৈফিয়ত তলবের নজিরও রয়েছে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন এলাকায় মিছিল ও মানববন্ধন হয়েছে। একাধিকবার আমিরের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনও হয়েছে। তারা বলছেন, শতাধিক আইনজীবী আমিরের বিরুদ্ধে লিখিতভাবে সমিতিতে অভিযোগও দিয়েছেন। এরপরও আমিরের পার পেয়ে যাওয়ার বিষয়টি কৌতুহলের জন্ম নিয়েছে। অভিযোগকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক পিপি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম সিদ্দিকী, সৈয়দ রুহুল কুদ্দুস কচি, জি এম আবু মিজানুর রহমান মিন্টু, এসএম বদরুজ্জামান পলাশ, খন্দকার দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, জিএম আবু মুসা প্রমুখ। এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী জানান, আইনজীবীদের অভিযোগ বিষয়ে তিনি অবহিত আছেন। কিন্তু সাধারণ সম্পাদক এম এ গফুর সমিতি কার্যালয়ে না আসার কারণে এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে না।