লেবুতলায় যুব ও ছাত্রদলের উদ্যোগে মাস্ক বিতরণ

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলা যুব ও ছাত্রদলের উদ্যোগে সাড়ে ৭ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার লেবুতলা ইউয়িনে পাঁচ শ মাস্ক বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, করোনা সংক্রমণরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় সদর উপজেলায় সাড়ে ৭ হাজার মাস্ক বিতরণ করা হবে। শুক্রবার লেবুতলা ইউনিয়নে ৫শ মাস্ক বিতরণ করা হয়েছে। বাকি ১৪ টি ইউনিয়নে পর্যায়ক্রমে মাস্ক বিতরণ করবেন যুব ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমাবার বেলা ১১ টার দিকে যশোর-মাগুরা মহাসড়ক সংলগ্ন লেবুতলা-তেঁতুলতলা বাজারে মাস্ক বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি নুর-উন-নবী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দাউদ হোসেন, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোস্তফা মনিরুল ইসলাম হ্যাপী, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী ও আব্দুর রাজ্জাক, তানভীর রহমান তুহিন, বুলবুল চৌধুরী, তারিক সুলতান, ফজলুর রহমান মামুন প্রমুখ।