নড়াইলে শতভাগ চাল সরবরাহ করায় মিলারদের সংবর্ধনা

0

নড়াইল অফিস ॥ নড়াইল খাদ্যবিভাগে চুক্তির শতভাগ চাল সরবরাহ করায় মিলারদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা খাদ্যবিভাগের আয়োজনে সদর উপজেলা খাদ্যগুদাম চত্বরে অনুষ্ঠিত মিল মালিকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম ও জেলা মিলমালিক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংবর্ধিত মিল মালিক মেসার্স সোহেলী অটো রাইসমিল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মিরাজুল ইসলাম, জেলা মিলমালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিঠু ও আহাদ মোল্লা। জেলা প্রশাসক আনজুমান আরা সংবর্ধিত মিল মালিকদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সরকারি খাদ্যগুদামে বেশি করে চাল দিতে মিল মালিকদের প্রতি আহবান জানান। এর আগে প্রধান অতিথি সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং গুদামে রক্ষিত চালের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মওসুমে জেলার তিন উপজেলায় ৮ হাজার ৮১ মেট্রিকটন ধান এবং ৪ হাজার ৬৫ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার পর্যন্ত ১ হাজার ৬০৯ মেট্রিকটন চাল এবং ৬ শ ২৭ মেট্রিকটন ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা যায়।