বেনাপোলে রজনী ক্লিনিকের মালিক ডা. আমজাদ মারা গেলেন করোনায়

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বেনাপোল বেসরকারি হাসপাতাল রজনী কিনিকের মালিক ডা. আমজাদ হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে মেয়ে রজনী আফরিন জানিয়েছেন। তিনি বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড়ের বাসিন্দা। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ১ জুলাই দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় ডা. আমজাদ হোসেনের পজিটিভ রেজাল্ট আসে। তার অবস্থার অবনতি হলে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি শার্শা উপজেলা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছিলেন।