চৌগাছায় নবাগত ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক এর যোগদান এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও চুয়াডাঙ্গা জেলার এডিসি জাহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানরা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য চুয়াডাঙ্গার এডিসি হিসেবে পদোন্নতি প্রাপ্ত জাহিদুল ইসলাম, চৌগাছার নবাগত নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ প্রমুখ।