চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির মাস্ক বিতরণ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে নানা শ্রেণিপশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে আরও সচেতন হওয়ার আহবান জানানো হয়। রবিবার বিকেলে ইউনিয়নের দিঘড়ী দাখিল মাদ্রাসা মাঠে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্যেশে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। এ সময় কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, সংশ্লিষ্ঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, জগদীশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ লতা, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু মুসা, যুগ্ম আহবায়ক এসএম মিলন ও মিজানুর রজমান, পাতিবিলা ইউনিয়ন বিএনপর যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম ও আলমগীর হোসেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা মজনুর রহমানসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিঘড়ী বাজারের ব্যবসায়ী বাজারে আগতদের মাঝে মাস্ক বিতরণ করেন নেতৃবৃন্দ।