দুর্যোগ মোকাবেলায় খুলনা ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে রয়েছে সেনাবাহিনী

0

লোকসমাজ ডেস্ক॥ প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মোকাবেলায় শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের পাশে থেকে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্টে বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, সুপেয় পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়াও করোনা মোকাবেলায় প্রতিনিয়ত অসীম ধৈর্য্য ও শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে উৎসাহিত করতে দ্বারে দ্বারে ছুটছেন সেনাসদস্যরা। কখনও কখনও কাঁধে করে দুর্গম এলাকা পাড়ি দিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন অসহায় ও হত দরিদ্রদের বাড়ীতে। পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান, গণপরিবহন মনিটারিং, কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণসহ সকল প্রকার জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।