অসতর্কতা: দুই নারী রিকশা আরোহী গল্প করতে করতে গন্তব্যে যাচ্ছিলেন। সহসা তাদের একজনের ওড়না জড়িয়ে যায় রিকশার চাকায়। ঘটনাটি বুঝতে পেরে দাঁড়িয়ে পড়েন রিকশাচালক। শনিবার যশোর কালেক্টরেট ভবনের সামনের রাস্তা থেকে ছবিটি তোলা– এমআর খান মিলন

0