মোংলায় নৌকাসহ হরিণের মাংস উদ্ধার

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোংলায় নৌকাসহ হরিণের মাংস উদ্ধার করেছে বনভিবাগ। শনিবার সকালে পূর্ব সুন্দরবন সংলগ্ন মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা ও একটি নৌকা উদ্ধার করেন বনরীরা। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের করমজল ফাঁড়ি ও চিলার বিশেষ টহলদল নিয়মিত অভিযানে ছিলো। এদিন সকালে সুন্দরবন থেকে একটি মাছধরা নৌকা পশুর নদীতে অবস্থানকালে তাদেরকে বনরীরা চ্যালেঞ্জ করলে ৩ ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা পাওয়া যায়। ধারনা করা হচ্ছে, শিকারীরা বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে ফিরছিল। এ ঘটনায় বনআইনে একটি মামলা দায়ের করা হয়েছে।