করোনা থেকে ‘সুস্থ হওয়ার পর’ সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন, উনি (গিয়াস উদ্দিন) করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীায় করোনা নেগেটিভ আসে। এরপর গতকাল রাতে গ্রিন লাইফ হাসপাতালে মারা যান। তিনি আরও বলেন, শনিবার বাদ জোহর জানাজা শেষে মোহাম্মদপুরের কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।