যশোরে শুরু হলো ‘নবচেতনা’র গাছ রোপণ

0

নবচেতনা একটি সামাজিক ম্বেচ্ছাসেবী মানবিক সংগঠন নবচেতনা যা ২০১০ হতে সংস্কৃতি ,পরিবেশ ও সামাজিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মহামারি কোভিড-১৯ নিয়ে যশোর জেলাতে সংগঠনটির কর্মীরা স্বেচ্ছাশ্রমে এলাকাভিত্তিক উন্নয়নমূলক কাজ করে চলেছে। কার্যক্রমের আওতায় ৫০০ গাছ রোপণের উদ্দেশ্যে প্রথম দিনে যশোর শহরের বিমান অফিসের সামনে এবং উপশহরে ৯০টি গাছ রোপণ করে সংগঠনটি। উপশহরে বৃক্ষরোপণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। এছাড়া উপস্থিত ছিলেন উপশহর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান জহির, নবচেতনার প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী, নবচেতনার সভাপতি মনিরুজ্জামান মনির এবং নবচেতনা কর্মীবৃন্দ । নবচেতনার সভাপতি মনিরুজ্জামান মুনির বলেন, ১৭ জুন ২০১৬ হতে নবচেতনা ‘একটি গাছ একটি প্রাণ’ ক্যাম্পেইন শুরু করে, যার আওতায় এ পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে ১১৩০টি গাছ রোপণ করা হয়েছে। তিনি আরও জানান, এ বছর ৫০০ গাছ রোপণের উদ্দেশ্যে নবচেতনা ৩ জুলাই হতে যাত্রা শুরু করলো। এ কার্যক্রমে গাছ সংগ্রহে তিনি বিভিন্ন পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এবছর নবচেতনা অধিকাংশ দেশিয় বিলুপ্তপ্রায় গাছ রোপণ করছে। বিজ্ঞপ্তি