লোহাগড়ায় করোনা জয়ী পুলিশ কর্মকর্তাসহ দু পৌর কাউন্সিলর

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় একজন পুলিশ কর্মকর্তাসহ দু জন পৌর কাউন্সিলর করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। উপজেলার সাধারণ মানুষের কাছে তারা করোনাযোদ্ধা হিসেবে পরিচিত। তারা হলেন লোহাগড়া থানা থেকে সদ্য বিদায় নেয়া পুলিশ কর্মকর্তা এস আই মিল্টন কুমার দেবদাস ও লোহাগড়া পৌরসভার কাউন্সিলর (গোপীনাথপুর এলাকা) গিয়াস উদ্দিন ভূঁইয়া এবং কাউন্সিলর (সরকারি কলেজ এলাকা) মো. আনিসুজ্জামান আনিস।
লক্ষীপাশা গ্রামের শিকদার উসমান, শরিফুজ্জামান, সাহেব আলী, গোপীনাথপুর গ্রামের বুলবুল খানসহ অন্যরা জানান, এলাকায় করোনার প্রভাব পড়ার সাথে সাথে পুলিশ কর্মকর্তা এস.আই মিল্টন কুমার দেবদাস সরকারি নিয়ম মেনে চলতে সাধারণ মানুষকে বোঝাতেন। আইন অমান্যকারীদের কাছে অনেকটা আতঙ্ক হলেও ওই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের কাছে ছিলেন নিশ্চয়তার প্রতীক। নিজের জীবণের ঝুঁকি নিয়ে উপজেলার প্রত্যেকাটি গ্রামে, হাট-বাজারে এস.আই মিল্টন কুমার দেবদাসের পদচারণা ছিল। লকডাউন আইন মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এসব আইন বা নিয়ম সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের মানতে অনেকটাই বাধ্য করতেন ওই পুলিশ কর্মকর্তা। করোনায় মানুষের নিরাপত্তা প্রশ্নে তিনি ছিলেন অনড়। আবার সাধারণ আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকাও ছিল প্রশংসনীয়। করোনায় দরিদ্রদের আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে নজর কাড়েন এস.আই মিল্টন কুমার দেবদাস। লোহাগড়া থানা থেকে ওই পুলিশ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়ায় অনেকটাই চিন্তিত সাধারণ মানুষ। অপরদিকে, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া ও মো. আনিসুজ্জামান আনিস মানুষের সেবায় কাজ করেছেন সকাল-সন্ধ্যা। নিজেদের নিরাপত্তা নিয়ে তেমন না ভাবলেও ভেবেছেন সাধারণ মানুষের নিরাপত্তার কথা। করোনা রোগীদেরও সেবা করেছেন নিরলসভাবে। অবশ্য পৌরসভার সফল কাউন্সিলর করোনাযোদ্ধা মোঃ আনিসুজ্জামান আনিস এখন নিজেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া ঝুঁকি নিয়ে এখনো মানুষের পাশে আছেন। ‘মানুষ মানুষের জন্যে’ এ ব্রত নিয়ে স্ব-স্ব স্থানে থেকেই এখনো কাজ করে যাচ্ছেন ওই তিনজন করোনাযোদ্ধা।