সুন্দরবনের সম্পদ রক্ষায় পুলিশের অভিযান শুরু

0

বাগেরহাট অফিস ॥ সুন্দরবনের বনজ সম্পদ এবং প্রাণীকূল রায় বাগেরহাট জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। শুক্রবার সকালে বাগেরহাটের মোংলা বন্দরের ওয়াটর জেটির পশুরনদী সংলগ্ন এলাকায় এই অভিযানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, সুন্দরবনের সব ধরনের সম্পদ রায় ও অপরাধীদের দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবালের নেতৃত্বে ২০ সদস্যের দুটি দল দুই ভাগে বিভক্ত হয়ে দুটি স্পিডবোটে সুন্দরবনসহ উপকুলীয় এলাকায় অভিযান পরিচালনা করবে। বিষ প্রয়োগে শুধু মাছের তি নয় ,সুন্দরবনের জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। নোনা পানির কুমিরও মারা পড়ছে। এছাড়া সুন্দরবনের গহীনে রয়েল বেঙ্গল টাইগার শিকার করে তার চামড়া বিক্রি করছে। চোরা শিকারীরা প্রতিনিয়ত মায়া ও চিত্রা হরিণ জাল ও ফাদঁ পেতে শিকার করছে। বনের সব ধরনের সম্পদ রাসহ নানা অপরাধমূলক কর্মকান্ড, বনের দস্যুদমন ও বনজ সম্পদ রায়ও এখন থেকে কাজ করবে পুলিশ।